জিয়ার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:১২,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আমানুল্লা আমান, হাবিবুন্নবী খান সোহেল, নাজিমউদ্দিন আলম, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।