জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬:০৬:২২,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: বুধবার নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের ৩য়তলার বাথরুম থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
বুধবার সকাল ৮ টায় তাহির মিয়া (৭০ ) লাশ উদ্ধার করা হয় শুকরিয়া মার্কেটের তিন তলার একটি বাথরুম থেকে। তিনি ১১৪ নিউ ফ্যাশন দোকানের মালিক বলে জানা
গেছে। তিনি নগরীর মাছিমপুর এলাকার (দোহেল ২২ নং বাসা) বাসিন্দা মৃত ছাত্তার মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তাহির মিয়া বাসা থেকে বের হয়ে আসার পর তিনি আর বাসায় ফিরে যাননি। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে অনেক স্থানে খোঁজাখোঁজি করেও সন্ধান পাননি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুকরিয়া মাকের্টের পরিচ্ছন্ন কর্মী হাফেজা বেগম মার্কেটের ৩য় তলায় কাজ করতে গিয়ে দেখেন ওই তলার বাথরুমটি বন্ধ রয়েছে।
বিষয়টি মাকের্টের কেয়ারটেকার মিশু মিয়াকে জানালে তিনি শুকরিয়া মাকের্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে তা অবগত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। সকালে দরজা বন্ধ দেখে তারা থানায় খবর দেন।
এ ব্যাপারে এস এম পি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, ব্যাবসায়ী সমিতির সবাইকে নিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। ধারণা
করা হচ্ছে হৃদ রোগে তিনি মারা যেতে পারেন। তবে লাশ পোস্ট মর্টেমের জন্য ওসমানিতে পাঠানোর ব্যবস্হা করা হচ্ছে।