জাসাস নেতা রেজাবুদৌলার বিরুদ্ধে মামলা করছে দুদক
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৫০,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাবুদৌলা চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৮০ টাকার অবৈধ সম্পদের অভিযোগে আগামীকাল সোমবার মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ পরিচালক আবদুস ছাত্তার সরকার বাদী হয়ে আসামি মো. রেজাবুদৌলা চৌধুরীর বিরুদ্ধে দুদক ২০০৪ সালের আইনের ২৬(২) ও ২৭ (১) ধারায় রাজধানীতে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করবেন।
গত ২০ ডিসেম্বর কমিশনের সভায় জাসাস নেতা ও আর এস আর বিজনেস লাইননার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. রেজাবুদৌলা চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়েরের অনুমতি দেয়া হয়।