জাফলংয়ে ২টি শ্যালো ও ৪টি বোমা মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ৮:১৮:১৭,অপরাহ্ন ২৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি শ্যালো ও ৪টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাফলংয়ের নয়াবস্তি, কান্দিবস্তি, বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসালাম এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযান চলাকালে এগুলো ধ্বংস করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, তামাবিল সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার নুরু মিয়া, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার ওসমান গণিসহ বিজিবির ১৫-২০ জন সদস্য।