জাফর ইকবালের নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৫,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হত্যার হুমকি পাওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও তার বাসায় বসানো হয়েছে প্রহরা।
এদিকে, হত্যার হুমকির পর সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ায় সন্তুষ্টি জানিয়েছেন জাফর ইকবাল। তবে হত্যার হুমকিতে বিচলিত নন তিনি।
শুধু নিজের নিরাপত্তা নয়, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি যে ৮৪ জনের হিটলিস্ট প্রকাশ করেছে তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।