জাতিসংঘে ফিলিস্তিনী প্রস্তাব ব্যর্থ
প্রকাশিত হয়েছে : ৮:২১:৪০,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ফিলিস্তিনে তিন বছরের মধ্যে ইসরায়েলি দখলদারিত্ব অবসান চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভোটাভুটিতে প্রত্যাখ্যান হয়েছে। প্রস্তাবটি পাশ হতে হলে অন্তত নয়টি ভোট পাওয়া প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনীয় ভোটের চেয়ে এক ভোট কম পাওয়ায় প্রস্তাবটি আপনা-আপনিই বাতিল হয়ে যায়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
ফিলিস্তিনী ভূমিতে তিন বছরের মধ্যে ইসরায়েলি দখলের সমাপ্তি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবটি এনেছিল জর্ডান।
জর্ডানের আনা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ফিলিস্তিনসহ আরবের আরো ২২টি রাষ্ট্র।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় রাশিয়া, চীন এবং ফ্রান্সসহ মোট ৮টি দেশ। যুক্তরাজ্যসহ ৫ টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলকে সময়সীমা বেঁধে দেয়ার এই ধারণাটিকে তারা সমর্থন করে না।
যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র আরো বলেছে, ফিলিস্তিনের জন্য আনীত এই প্রস্তাবটিতে ইসরায়েল-এর নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাওয়ার বলেছেন,জাতিসংঘের এই ভোটাভুটির ফলে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়া উচিত হবে না।