জাতির জন্য জাতীয় সংলাপ অতি জরুরি: ড. কামাল
প্রকাশিত হয়েছে : ৩:১৬:০৩,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারকে জণগনের কথা শুনতে হবে। কারণ জনগণ সকল ক্ষমতার মালিক। সংকট নিরসনে সবার সাথে কথা বলতে হবে। জাতির জন্য এখন জাতীয় সংলাপ অতি জররি।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘সন্ত্রাস-সহিংসতা চাইনা, শান্তি ও গণতন্ত্র চাই, জাতীয় সংলাপের বিকল্প নাই’ শীর্ষক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, একসময় যারা সংস্কারকে খারাপ শব্দ বলে অভিহিত করেছে তারা এখন সংলাপকেও খারাপ খারাপ শব্দ বলে অভিহিত করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এ দেশটা কোন দলের নয়, কোন ব্যাক্তির নয়। এ দেশটা ১৬ কোটি মানুষের। তাই দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ১৬ কোটি মানুষকে রুখে দাড়াতে হবে।
তিনি আরও বলেন, সকল মানুষ শান্তি চায়। আমাদের দেশের উজ্জ্বল একটা ভাবমূর্তি আছে। এটাকে ধ্বংস করতে দেয়া যাবেনা। শান্তির পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্তে অবস্থান কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিপ্লবি ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, ডাবি শিক্ষক ড. আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি সুলতান মাহমুদ, বাসদের সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান প্রমুখ।