জাউয়াবাজারে পেট্রোল বোমায় বাস পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৫১,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ছাতক উপজেলার জাউয়াবাজারের ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কের রাউলী গ্রামের পশ্চিম পাশে পেট্রোল বোমায় পুড়ে গেলো মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর আশপাশ এলাকায় আতঙ্ক দেখা দেয়।
জানা যায়, শনিবার ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। রাত সাড়ে ১০টায় রাউলী গ্রামের পশ্চিম পাশে আসা মাত্র মুখোশধারী কয়েকজন বাসটির উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। যাত্রী কম থাকায় সাথে সাথে বাসের ভেতর থেকে নেমে পড়ায় সবাই প্রাণে রক্ষা পেলেও কিছুক্ষণের মধ্যে পুরো বাস আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনার পর ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন।