জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৪৯,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চলমান সহিংসতা বন্ধে জরুরি অবস্থা (ইমার্জেন্সি) জারির পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেককেই বলতে দেখছি। হয়ে গেল, এসো গেল ইমার্জেন্সি। ইমার্জেন্সি লাগবে কেন? আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তো আছে। কীভাবে সন্ত্রাস দমানো যায় সেজন্য ব্যবস্থা নেওয়া আছে।
বুধবার বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এ অবস্থার মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতিই এখনও সৃষ্টি হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।