জনপ্রিয় ফেসবুক হারিয়ে যাবে !
প্রকাশিত হয়েছে : ১২:১০:৫৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: আমরা সবাই জানি যে, ফেসবুক একটি প্রভাবশালী সামাজিক মাধ্যম।এর মাধ্যমে আমরা সবার সাথে খুব সহজেই যোগাযোগ রক্ষা করতে পারছি। আমাদের একা সময় এর সাথী এই ফেসবুক। সুখে-দুঃখে কাউকে খুজে পাওয়া না গেলে আমরা এই ফেসবুক কেই সাথী হিসেবে বেছে নেই। কিন্তু সময় এর পালাক্রমে হারিয়ে যাচ্ছে এই ফেসবুক। নতুন এর আগমনে আমরা পুরাতনকে ভুলে যাই। ঠিক সেভাবেই নতুন প্রযুক্তির আগমনে আমরা পুরাতন প্রযুক্তিকে বিদায় জানাই। তাই বলে কি আমাদের অনেকেরই প্রতিদিনের নিত্য সঙ্গী ফেসবুক জনপ্রিয়তা হারাতে হারাতে বন্ধই হয়ে যাবে। চলুন একটি সমিক্ষা থেকে জেনে নেওয়া যাক ফেসবুক ধীরে ধীরে কি কারনে এবং কতটুকু জনপ্রিয়তা হারাচ্ছে।
এক পরীক্ষা থেকে দেখা গেছে যে, যারা ফেসবুক ব্যাবহার করছিল তারা যখন থেকে ইন্সট্রাগ্রাম ব্যাবহার শুরু করেছেন, তখন থেকে তারা ফেসবুক চালান কমিয়ে দিয়েছেন।
পিপার জাফরি, আমেরিকান কিছু তরুণ-তরুণীর উপর এক সমীক্ষা চালায়। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা কোন মাধ্যমটি ব্যাবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন তখন তারা ইন্সট্রাগ্রাম কেই বেঁছে নিয়েছেন।
সমীক্ষায় আরও দেখা গেছে যে, তাদের মধ্যে ৯৪ শতাংশের গত বছর ফেসবুক অ্যাকাউন্ট ছিল। যা এখন ৮৮ শতাংশে নেমে এসেছে। অনেকে যারা ফেসবুক বেশি ব্যাবহার করছেনা তারা তাদের অ্যাকাউন্ট বন্ধও করে দিচ্ছে।
একজন তরুনিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি বলেছেন, ফেসবুক এ তার মা, বাবা, আত্মীয়স্বজন ইত্যাদি থাকার ফলে সেখানে নিরাপত্তার কমতি দেখেন উনি। তার সকল স্ট্যাটাস এর প্রতি তারা সবাই লক্ষ্য রাখেন। তাই সে এখন আর ফেসবুক এ স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই সে অন্য মাধ্যম এর প্রতি আসক্ত হচ্ছেন।
ইন্সট্রাগ্রাম এ আপনি শুধু সেলফিই আপলোড দিতে পারবেন। সেখানে এখন ও বন্ধুত্তের দরজা খোলা হয়নি। তাই সেখানে নিরাপত্তা বেশি হলেও সময় কাটানো সহজ নয়।
ফেসবুক এখনই সবার জন্য অপ্রিয় হয়ে উঠছে এরকম কোন তথ্য আমাদের জানা নেই। তবে এখনই মার্ক জুকারবারগ এর চিন্তার কোন কারন হইনি। কারন, ফেসবুক এ আপনি ছবি আপলোড ও শেয়ার করতে পারছেন। বন্ধুত্ব করতে পারছেন। অলস সময় কাটাতে পারছেন।কিন্তু ইন্সট্রাগ্রাম এ এই কাজগুলো করা যায় না। ইন্সট্রাগ্রাম ফেসবুক এও ব্যাবহার করা হয়। তাই এখনই ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে না। তবে ফেসবুক আর কতদিন এর জনপ্রিয়তা ধরে রাখতে পারবে এটিই দেখা এখন মূল বিষয়।