জনপ্রিয়তায় এগিয়ে রোশনারা, টিউলিপ ও রুপা
প্রকাশিত হয়েছে : ৭:০৯:১০,অপরাহ্ন ০২ মে ২০১৫
প্রবাস ডেস্ক :: যুক্তরাজ্যের বৃহস্পতিবারের সাধারন নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশী তিন প্রার্থীর বিজয়ের সম্ভাবনার সুচক আরো একধাপ এগিয়েছে।
শুক্রবার প্রকাশিত এশক্রফটের জরিপ তথ্যে বলা হয়েছে, লেবার পার্টির নিরাপদ আসন হিসেবে বিবেচিত বেথনাল গ্রীন বো আসনে বর্তমান এমপি রোশনারা আলীর বিজয় অনেকটা নিশ্চিত। এছাড়া কিলবার্ন ও হ্যাম্পষ্টেড আসনে টিউলিপ সিদ্দিক ও ইলিং সেন্ট্রাল এক্টন আসনে রুপা হকের বিজয়ের সম্ভাবনার কথা জানানো হয় ঐ জরিপতথ্যে।
এদিকে ৭ মের নির্বাচনে সামনে রেখে বৃহস্পতিবার আবারো লাইভ টিভি কোয়েশ্চন টাইমে অংশ নিলেন প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন,লেবার লিডার এড মিলিব্যান্ড ও ডেপুটি প্রাইম মিনিষ্টার নিক ক্লেগ। প্রশ্ন উত্তরে অংশ নিয়ে ডেভিট ক্যামেরন বলেন,আবার ক্ষমতায় গেলে ব্রিটেনে যারা কাজের নির্ধারিত সময়ের বাইরে অভার টাইম করেন তাদের নেট আয়ের পরিমান বাড়বে। অন্যদিকে ব্রিটেনকে ঐক্যবদ্ধ রেখে জনগনের জন্য কাজ করে যাবার অঙ্গীকার ব্যাক্ত করেন এড মিলিব্যান্ড। স্কাই নিউজ জানায়,অনুষ্টান পরবর্তী তাৎক্ষনিক জরিপের ফলাফলে এড মিলিব্যান্ডের চেয়ে এগিয়ে ছিলেন ক্যামেরন।