‘জনগণের স্বতঃস্ফুর্ত প্রতিরোধের মুখেই অবৈধ লুটেরা সরকারের পতন অনিবার্য’
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৪৯,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
সিলেট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, ‘দেশের জনগণের আকুল আকুতি, আর্তনাদ এবং দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার ও আন্তর্জাতিক মহলের আহবান সবই মূল্যহীন বর্তমান অবৈধ সরকারের কাছে। শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতার লোভের কারনেই রাষ্ট্রিয় নৈরাজ্যের কবলে নিপতিত হয়েছে দেশ ও জাতী। আইন প্রযোগকারী সংস্থাকে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। বর্বরতা ও নিষ্ঠুরতা চালানো হচ্ছে আন্দোলনকামী এমনকি নিরীহ জনতার উপর। তিনি বলেন, রাষ্ট্রিয় সন্ত্রাসের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোন উপায় নেই। জনগণের স্বতঃস্ফুর্ত প্রতিরোধের মুখেই অবৈধ লুটেরা সরকারের পতন অনিবার্য।’
তিনি বৃহস্পতিবার বেলা দুইটায় হরতাল ও অবরোধ চলাকালে সিলেট নগরীর রিকাবীবাজারে বিএনপি, স্বেচ্ছাসেবক-ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
সমাবেশে শেষে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদের সভাপতিত্বে ও ছাত্রনেতা লিটন কুমার দাস নান্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল নেতা আলতাফ হোসেন বিলাল, রোজেল আহমদ চৌধুরী, দিপক রায়, রায়হাদ বক্স রাক্কু, সেলিম চৌধুরী, জাবেদ আহমদ, এখলাছুর রহমান, দেওয়ান নিজাম খান, মাসুক গাজী, মোহাম্মদ সাইফুল্লা, নুর মোহাম্মদ, জাহিদ খান, দিলাল আহমদ, কামরুল ইসলাম, ইফতেখার আহমদ সোহেল, মিসবাউল আম্বিয়া, জাকারিয়া আহমদ, আমিনুর রহমান, রুবেল আহমদ, মঈন উদ্দিন আহমদ, শামীম আহমদ, ফয়েজ আহমদ, ইমরান হোসেন, নোমান আহমদ, রাজন আহমদ, শাহ-আলম, মামুন আহমদ, আব্দুস সালাম, এ ইউ মিজান, শাহজাহান চৌধুরী, রাশেদ আহমদ, রাসেল আহমদ, মুহিবুর রহমান, সাইফুল ইসলাম জয়, হেলাল আহমদ, সৌরভ আহমদ, শাহিনুর রহমান, ছরুক আহমদ, জাকির আহমদ, সোহান আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি