জনগণের অধিকারের বিষয়ে সংলাপ হবে: মেনন
প্রকাশিত হয়েছে : ২:০২:১৩,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বর্তমানে দেশের রাজনীতিতে নতুন এক খেলা শুরু হয়েছে। সেই খেলা সংলাপের খেলা। সংলাপ অবশ্যই হবে, তবে জনগণের অধিকারের বিষয়ে সংবিধানের আলোকে সংলাপ হবে বলে জানিয়েছেন বিমান, পর্যটক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি জামায়াতের আগুন-সন্ত্রাস, হত্যা, নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপি’ “সহিংসতা ও নাশকতাবিরোধী দিবস” এ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ৩৫ দিন হয়ে গেল সারাদেশে বিএনপি-জামায়াতের তাণ্ডব চলছে। ২০১৩ সালের নির্বাচনকে বানচাল করার জন্য তারা সেই সময়েও এভাবে জ্বালাও-পোড়াও করেছিল। তবে তারা সেই নির্বাচন বন্ধ করতে পারেনি।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে শান্তির মধ্যে তারা হরতাল-অবরোধ পালন করছে। হরতাল-অবরোধে আমাদের কোন আপত্তি ছিলনা, কিন্তু এই হরতাল-অবরোধের নামে তারা জনগণের উপর আক্রমন চালাচ্ছে। জনগণের উপর হামলা মেনে নেয়া যায়না। এটি কোন আন্দোলন হতে পারেনা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আপনার নাতনিকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা দেয়ার জন্য। কিন্তু আপনি আন্দোলনের নামে দেশের ১৫ লক্ষ পরীক্ষার্থীর ক্ষতি করছেন। হরতাল-অবরোধ দিয়ে আপনি ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা বন্ধ করবেন না। আন্দোলনের নামে মানুষ হত্যার দায়ভার আপনাকেই নিতে হবে।
ঢাকা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্তে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সদস্য কমরেড হাজেরা সুলতানা এমপি, মহানগর নেতা মুরসিদা আক্তার, জাহাঙ্গীর আলম ফজলু, মুর্সিদা আক্তার, ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু প্রমুখ।