জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১৫
প্রকাশিত হয়েছে : ২:৫৮:১৬,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ৩ টি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লিলু ও একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সালেহ আহমদ (২৫) ও আব্দুল হক (১৬) নামের ২ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার ইমার্জেন্সি অফিসার এস আই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ী শফিকুর রহমান লিলু জানান, প্রতিপক্ষের হামলায় আমার পক্ষের লোকজন আহত হয়েছেন এবং গাড়ি ভাংচুরের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া এ দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হওয়ার ঘটনা ঘটে।
এদিকে-জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না নোয়াগাঁও গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত জাহেক মিয়া (১৭), খেলাপতি বেগম (৫০) ও মনোয়ারা বেগমকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, পূর্ব বিরোধের জের রোববার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রামের ইসলাম উদ্দিন ও আহত জাহেক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অপরদিকে- জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ আরো ৬ জন আহত হন। আহত সুফিয়া বেগম (৩৫), আব্দুল বারিক (৪৮) ও রুনু মিয়াকে (৩৪) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানাগেছে, গত শনিবার রাত ৮ টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামের মন্নান মিয়া ও আব্দুল বারিকের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।