জগন্নাথপুরে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:৫৩:৫২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
ওয়াহিদুর রহমান ওয়াহিদ: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুলমতি শুক্ল বৈদ্য (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত হরি শুক্ল বৈদ্যের মেয়ে।
জানাগেছে, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ফুলমতি তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জানান, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।