জগন্নাথপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:১৭:০৫,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দীর্ঘ ১০ বছর পর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। বহু প্রতীক্ষিত এ সম্মেলনকে সফল করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা সদরের সামাদ আজাদ অডিটোরিয়াম।
বিবদমান দুটি গ্রুপের একাধিক প্রার্থী থাকায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দুপুর ১২টায় সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও দেরিতে আসায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে দেশটি মধ্যে আয়ে পরিণত করতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। বিএনপি-জামায়াত মিলে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারেক জিয়া ও কোকোর জন্ম নিয়ে রয়েছে বিতর্ক। ডিএন এ টেস্ট ছাড়া তা নিশ্চিত হওয়া যাবে না। আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের প্রতীক নৌকা। নৌকার বিরুদ্ধে ফুটবল নিয়ে যারা নির্বাচন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মানুষের ভাগ্যেন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সর্বোপরি উন্নয়নে বিএনপি-জামায়াত এখন দিশেহারা। তিনি সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আপ্তাব উদ্দিন, পিপি এডভোকেট শফিকুল আলম, রেজাউল করিম শামীম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ আবুল কাশেম, মাসুক ইবনে আনিছ ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ শামীম আহমদ।
সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ’৭১-এর সকল মুক্তিযোদ্ধা প্রয়াত জাতীয় নেতা ও স্থানীয় নেতাদের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজু। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান উপজেলা আওয়ামী লীগের কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে কমিটি গঠন উপলক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুটের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কাউন্সিলররা কমিটি গঠনে তাদের মতামত ব্যক্ত করেন।
সম্মেলনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় উপস্থিত কমিটি ঘোষণা না করে এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা দিবেন বলে জেলা সভাপতি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।