জগন্নাথপুরে অভাবের তাড়নায় ২ জনের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:২০:২৬,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভাবের তাড়নায় পৃথক স্থানে এক গৃহবধূ ও এক পুরুষ আত্মহত্যা করেছেন। এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, শনিবার ভোরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর (উচ্চগ্রাম) গ্রামের দিনমজুর তোরাব আহমদের স্ত্রী ২ সন্তানের জননী সেলিনা বেগম (২৫) অভাবের তাড়নায় অতিষ্ট হয়ে নিজ বাড়ির পাশে একটি আমগাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এদিকে-একই কারণে শনিবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ২ সন্তানের জনক দিনমজুর তুরাব মিয়া (৪০) নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতদের পরিবারের লোকজন জানান, তাদের পরিবারে চরম অভাব-অনটন চলছিল। শুধু অভাবের কারণে তারা আত্মহত্যা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ইমার্জেন্সি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকৃতপক্ষে অভাবের কারণেই তারা আত্মহত্যা করেছে। শুধু অভাবের কারণে এক সাথে ২ জনের আত্মহত্যার ঘটনায় সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহলের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। তা না হলে অভাবের কারণে মানুষ প্রাণ বিসর্জন দিতো না।