জগন্নাথপুরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:০১,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: জগন্নাথপুরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের পশ্চিমের হাওরে শার্ট ও প্যান্ট পরিহিত ক্ষতবিক্ষত এক অজ্ঞাত (৩৫) যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মর্মান্তিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ও জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জানান, সম্ভবতো গত সোমবার রাতে দুস্কৃতিকারীরা এই হতভাগ্য অজ্ঞাত যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশটি হাওরে ফেলে যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে অনেক গভীর জখমের চিহৃ রয়েছে। শিয়ালরা লাশের পেট ও পিটের অনেক অংশ খেয়ে ফেলেছে।