জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৪২,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: জকিগঞ্জে সড়ক দূর্ঘনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩ টায় পৌর এলাকার মাইজকান্দি জামে মসজিদের সামনে সড়ক দূর্ঘটনায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মাইজকান্দি গ্রামের মৃত সুনাহর আলীর ছেলে হাসন আলী (৬০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসান আলী একটি বাঁশ কাধে নিয়ে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কা লাগে। গাড়ীর ধাক্কায় তিনি পাশ্ববর্তী মসজিদের পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর পথচারীরা পুকুরে হাসন আলীর লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন। ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান জানান, সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি। পৌর মেয়র আব্দুল মালেক ফারুক ও কাউন্সিলর আতাউর রহমান আতাইর সুপারিশে লাশ দাফন করা হয়েছে।