ছোট পর্দায় একসঙ্গে আমিন খান-পপি
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:০৯,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক :: দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। এরপর তারা দুজন ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘লুটপাট’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন।
তবে এবার বড় পর্দায় নয়, ছোট পর্দায় আসছে ঈদ-উল ফিতর উপলক্ষে একটি টেলিছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তারা। ‘লাভ স্পিড’ শীর্ষক এ টেলিছবিটি পরিচালনা করছেন জিএম সৈকত।
এ প্রসঙ্গে পরিচালক জিএম সৈকত বলেন, ‘মূলত ভালোবাসাকে উপজীব্য করেই লাভ স্পিড টেলিছবির গল্প আবর্তিত হয়েছে। গল্পের প্রয়োজনেই আমিন খান ও পপিকে নিয়ে কাজ করছি।’
গতকাল সকাল থেকে রাজধানী উত্তরায় এ টেলিছবির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘বলা যায় বেশ কিছুদিন বিরতির পর ছোটপর্দায় কাজ করছি। জিএম সৈকতের এ টেলিছবির গল্পটা একটু অন্যরকম। তাই কাজটি করছি। তাছাড়া এর সুবাদে দীর্ঘদিন পর পপির সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। আশা করি, টেলিছবিটি সবাই পছন্দ করবেন।’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি বলেন, ‘আমিন ভাই আর আমি একই এলাকার মানুষ। তাই তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ। দীর্ঘদিন পর আবারো তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। আশা করি, কাজটি অনেক ভালো হবে।’
আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে ‘লাভ স্পিড’ টেলিছবিটি নির্মিত হচ্ছে।