‘ছাত্রলীগ সামলাতে দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির ব্যবস্থা করতে হবে’
প্রকাশিত হয়েছে : ৭:৫০:৩৭,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বেপরোয়া ছাত্রলীগ ক্যাড়ারদের সামলাতে প্রয়োজনে তাদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ।
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ ছাত্রদল নেতৃবৃন্দের নামে মামলা করার প্রতিবাদে শনিবার দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তিনি বলেন , ছাত্রলীগের অপকর্মের দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে এবং ছাত্রলীগ ক্যাডারদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তাদের সাথে বাস্তবিক অর্থেই সব সম্পর্ক ছিন্ন করতে আওয়ামী লীগকে পরামর্শ দেন।
এ্যানি বলেন, এ অবৈধ সরকারের নাগপাশ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ছাত্রদল যখন বলিষ্ঠ ভূমিকা রাখছে, সরকার তখন ভীত সন্ত্রস্ত হয়ে ছাত্রদল নেতৃবৃন্দের নামে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। অথচ ছাত্রলীগ যখন তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে পুরো দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। অবস্থা দেখে মনে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে তাদের সায় আছে। বিএনপি সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,অবিলম্বে ছাত্রদল নেতৃবৃন্দসহ অন্যান্য সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশ ও গণতন্ত্র রক্ষায় তীব্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।