ছাত্রলীগ নেতার হাতে জবি’র শিক্ষিকা লাঞ্চিত
প্রকাশিত হয়েছে : ২:০৪:২৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এবার ছাত্রলীগের লাঞ্চনার শিকার হলেন শিক্ষিকা । আজ রবিবার সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সামনে ঘটনাটি ঘটে। সেই শিক্ষিকার ওপর হাত উঠিয়েছে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আরজ মিয়া। এ নিয়ে উত্তাল জবি ক্যাম্পাস। আরজ মিয়া জবি’র ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জবি’র লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা নিজ বিভাগের যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আরজ মিয়া তার সামনে পথ আটকায়। এমন সময় শিক্ষিকার সঙ্গে ছাত্রলীগ নেতার বাকবিতণ্ডা চলে। এক পর্যায়ে শিক্ষিকা তাকে একটি চড় মারেন। সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ নেতা শিক্ষিকাকেও চড় দেন। এ ঘটনার পর প্রক্টর অফিসে তিনি লিখিত অভিযোগ দিলে প্রক্টর আরজ মিয়াকে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ আরজকে থানায় নিয়ে যেতে গেলে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ক্যাম্পাসের ক্যন্টিনের সামনে থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এখন তাদের কাউকে ক্যাম্পাসে দেখা যাচ্ছে না।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা বলেন, ‘আমি বিভাগে যাওয়ার সময় আমার সামনে সামনে ছিল আরজ মিয়া। তাকে পাশ কাটিয়ে যেতে গেলে সে আমার সামনে এসে দাঁড়ায়। পরে আবার আমি অন্যদিক দিয়ে পাশ কাটাতে গেলে সে আবার সেদিকে টার্ন করে। এক পর্যায়ে আমি তাকে থাময়ে প্রশ্ন করি কেন সে এমন করছে। তখন সে আমাকে বিশ্রি মন্তব্য করে। আমি তখন তাকে একটি চড় দেই। সঙ্গে সঙ্গে সেও আমার গায়ে হাত তোলে।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহম্মদ বলেন, এ ঘটনা খুবই ন্যাক্কারজনক, আমরা অবশ্যই এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিব। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সভা করছে।