ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৭,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ডিবির এক ক্ষুদেবার্তায় একথা জানানো হয়। আটকরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এই দুজনকে ২০টি পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয়।