ছাতকে ২০ দলীয় জোটের সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে আ’লীগের মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:০৯:২৪,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
বাসিত আলম::
‘২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে’ রবিবার দুপুর আড়াইটায় ছাতক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দীর্ঘ মানবন্ধন করেছে ছাতক উপজেলা আওয়ামীলীগ। মানবন্ধনে ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, খালেদা জিয়া বোমা নিয়ে মাঠে নেমেছেন। তিনি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ হত্যার মহা উৎসব করছেন। আমরা জনগনকে সাথে নিয়ে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
এসময় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী বলেন, খালেদা জিয়া অনবরত মানুষ খুন করে যাচ্ছে। এভাবে সরকার পরিবর্তন করা যায়না। ক্ষমতায়ও যাওয়া যায়না। ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন সেই সুযোগটিও বিএনপি ইচ্ছা হারিয়েছে।
মানবন্ধনে সভাপতির বক্তব্যে ছাতক উপজেলা আ’লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার বলেন, পেট্রোল বোমা থেকে জনগণের শক্তি অনেক বেশি। আমাদের আশ্র জনগণ। ’৭১ এ যেভাবে তাদের (বিএনপি) দোসর কে প্রতিরোধ করেছি আজকে ও তাদেরকে (বিএনপি) পরাজিত করব। তিনি আরো বলেন, কোথাও হরতাল নেই, এটা জনগণের দাবি নয়। ২০১৯ সালের আগে কোন নির্বাচন ও সংলাপ কোনটিই হবেনা বলেও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক আজমল হোসেন সজল, উপজেলা আ’লীগ নেতা কল্যান ব্রত দাস, আব্দুল ওয়াহিদ মজনু, গিয়াস মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইরাজ মিয়া, শাহিন চৌধুরী, যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমদ সাহেল, চপল আহমদ, ছাত্রলীগ নেতা পংকজ চৌধুরী, পৌর ছাত্রলীগ সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারন সম্পাদক সজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সজিব মালাকার, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, আহসান আহমদ, মাহিম চৌধুরী পৌর ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রাজিব তরফদার, কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াদ, সহ সভাপতি আলী চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা অলিউর রহমান সম্রাট, শৈভ দে, অপু দাস প্রমুখ।