ছাতকে মেয়ে মারার প্রতিশোধে শিক্ষক হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ২:৩৭:২৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
ছাতক প্রতিনিধি: ছাতকে মেয়েকে মারধোরের প্রতিশোধ হিসেবে মক্তব শিক্ষককে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তার বাবা। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে। জানাযায়, ছাতক সদর ইউনিয়নের আন্দারীগাঁও গ্রামের খাইরুল ইসলামের মেয়ে মিতালী বেগম (১০) আন্ধারীগাঁও জামে মসজিদের মক্তবের যেতে দেরী করে। এ অজুহাতে মক্তবের শিক্ষক ক্বারী আমির উদ্দিন বিন রফিক (২৮) তাকে মারধোর করেন। এ ঘটনা মিতালীর বাবা খাইরুল ইসলাম জানতে পেরে মসজিদে গিয়ে শিক্ষককে বেদম প্রহার করেন। শিক্ষকের বাড়ি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন মক্তব শিক্ষককে ছাতক হাসপাতালে ভর্তি করেন। এ অভিযোগে গ্রামবাসীর পক্ষ থেকে খাইরুলকে গণধোলাই দেয়া হয়েছে। খবর পেয়ে ছাতক থানার এসআই মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। মিতালী বেগম আন্ধারীগাঁও রেজিঃপ্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে।