ছাতকে বিষ পান করে গৃহবধূ আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৫৫,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ছাতকে কীটনাশক পান করে রোকেয়া বেগম(৪০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গৌরনগর-মালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম গ্রামের আখলুছ আলীর স্ত্রী ও চার সনতানের জননী। এলাকা সূত্রে জানাযায়, বিকেলে পরিবারের চোখ ফাকিঁ দিয়ে কীটনাশক পান করে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান, ছাতক থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী।