ছাতকে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:২৩,অপরাহ্ন ০৯ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ছাতক উপজেলার মদিটিলা, নারায়নপুর এবং ছনবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৯ মে মধ্যরাতে ৫ বিজিবির নোয়াকোট বিওপির টহল দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ১৬৭ বোতল অফিসার চয়েজ, ১২ বোতল এসি ব্ল্যাক, ১৬ বোতল রোমানব, ৪১ ক্যান বিয়ার আটক করে। এ অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মুন্সী লাভলুর রহমান, হাবিলদার মো. শফিকুল ইসলাম ও হাবিলদার ভবেশ চন্দ্র রাহুত। জব্দকৃত মাদকদ্র্যের মূল্য ৩ লক্ষ ২ হাজার ৭শত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।