ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০ : ১১ রাউন্ড গুলি
প্রকাশিত হয়েছে : ১০:২৯:১৮,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৫
ছাতক সংবাদদাতা::
ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা ফয়সল মিয়া একজন ব্যবসায়ী। তার দোকানের কর্মচারী মোসাহিদের সাথে একই এলাকার ব্যবসায়ী গিয়াস উদ্দিনের সাথে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। প্রায় আধঘন্টা ব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করতে ১১ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চম্পক ধাম নামে এক পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।