ছাতকে ইমন হত্যাকাণ্ড : সুজনসহ ৩জন ৪দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৪০,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ছাতকে শিশু ইমন অপহরন ও হত্যাকান্ডের ঘটনায় ইমাম সুয়েবুর রহমান সুজনসহ ৩জনকে রিমান্ডে এনেছে পুলিশ। বুধবার সুনামগঞ্জের চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম কান- সিনহার আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমনের মৃতদেহ উদ্ধারসহ হত্যাকান্ডের তথ্য উদঘাটন করতে গত বুধবার দুপুরে শিশু ইমন অপহরন ও হত্যাকান্ডের মুল নায়ক ইমাম ও জামাত নেতা সুয়েবুর রহমান সুজন ও তার সহযোগী বাতিরকান্দি গ্রামের আব্দুর রহমানের পুত্র রফিকুল ইসলাম(৩৭) এবং একই গ্রামের আব্দুস ছালামের পুত্র জাহেদ(২৭)কে চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম কান- সিনহার আদালতে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমাম সুজন উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ব্রাহ্মনজুলিয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার পুত্র।
এর আগে গত ৮এপ্রিল বাতিরকান্দি গ্রামের আব্দুল বাহার(৫৫) ও নুরুল আমিন (৪৫)কে সুনামগঞ্জের চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম কানি- সিনহার আদালত থেকে ৩দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদের বিরুদ্ধেও ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ মার্চ নোয়ারাই-দোয়ারাবাজার সড়কের বাতিরকান্দি গ্রামের নিজ বাড়ির সামন থেকে ইমন অপহৃত হয়। ওইদিন মোবাইল ফোনে ২লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরনকারীরা। ছাতক থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ চৌধুরী জানান, তথ্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখনো কোন গুরুত্বপূর্ন তথ্য না পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদ চলছে।