ছাতকবাসীর সাথে মিনা রহমানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৪:১৬:২২,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
বাসিত আলম:
বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিব পার্টির মনোনীত এমপি প্রার্থী মিনা রহমানের সাথে ছাতকবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছাতকবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, শনিবার বিকাল ৩টায় শহরের লাকী কমিউনিটি সেন্টারে ছাতকবাসীর সাথে মিনা রহমান এক মতবিনিময় সভায় মিলিত হোন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে কনজারভেটিব পার্টির মনোনীত এমপি প্রার্থী মিনা রহমানকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত অতিথি মিনা রহমান ছাতকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান। এখানকার মাটির গন্ধ আমার গায়ে। আপনাদের উপর আমার সেই বিশ্বাস আছে যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আগামী ২০১৫ সালের ব্রিটিশ পার্লামন্ট নির্বাচনে আপনাদের ভালবাসা সাথে নিয়ে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ’লীগের আহ্বায়ক আবরু মিয়া তালুকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের নেতা শামীম আহমদ চৌধুরী, ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইরাজ মিয়া, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক ডিগ্রী কলেজের প্রভাষক হরি দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাহেল, ছাতক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী সজীব, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সজীব মালাকার, সহ সভাপতি শামীম আহমদ, আহসান আহমদ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ হুমায়ুন কবীর রুবেল, ছাতক ডিগ্রী কলেজ সভাপতি রিয়াদ চৌধুরী, সহ সভাপতি আলী চৌধুরী, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা অলিউর রহমান সম্রাট, অপু দাস, সৈভ দাস-প্রমুখ।