চেলসির কাছে পাত্তাই পেলনা লিসবন!
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:১১,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
অপরাজিত চ্যাম্পিয়নের পথেই হাটছে চেলসি। আর তাইতো লিসবনকে পাত্তাই দেননি স্টামফোর্ড ব্রিজের ছেলেরা। লিসবনকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলর স্থানটি পাকা পোক্ত করেছেন তারা। আন্দ্রে শূরলে ও ওবি মিকেল ফ্যাব্রিগানের গোলটি ছিল পেনাল্টি থেকে।
বুধবার রাতে চেলসির পক্ষে গোল তিনটি করেছেন সেস ফ্যাব্রিগাস, আন্দ্রে শুরলে ও ওবি মিকেল। ফ্যাব্রিগানের গোলটি ছিলো পেনাল্টি থেকে।
খেলার সাত মিনিটেই ওই পেনাল্টি পেয়েছিলো চেলসি। ডিবক্সে রিকার্ডো এসগাইয়ের করা ফাউল থেকে আসে পিনাল্টি। এর ৫ মিনিট পরে মাতিচের বাড়ানো বলে শরলের শট ঠেকাতে পারেননি লিসবোনের গোল রক্ষক। দ্বিতিয়ার্ধে চেলসিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার পথ তৈরি করেন জোনাথন সিলভার। তবে পরিস্থিতি লিসবনের নাগালের বাইরে নিয়ে যান ওবি মিকেল। গ্যারি ক্যাহিলোর কর্ণার থেকে চেলসিকে তিনি এগিয়ে দেন ৩-১ উচ্চতায়।