চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৩৪,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চাঁদপুরে ফরিদগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কিশোর নিহত হয়েছে। মাহফিল থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। বুধবার সকালে নিহত কিশোরের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, ২৩ ফেব্রুয়ারি উপজেলার সন্তোষপুর দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হর্ণীদুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. কাউছার (১৫)-এর ওপর অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন যুবক। গুরুতর আহত কাউছারকে নোয়াখালির একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মঙ্গলবার রাতে মারা যায় সে।
এ ব্যাপারে কাউছারের বাবা মিজানুর রহমান বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি একই গ্রামের ওসমান নামের এক যুবক।