চাঁদপুরের যুবকের বিয়ের প্রস্তাবে এবার বেজায় চটেছেন হ্যাপী
প্রকাশিত হয়েছে : ১০:০৭:১৯,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করে আলোচিত হওয়া অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী এবার তাকে বিয়ে করার প্রস্তাব শুনে চটেছেন।
একটি অনলাইন নিউজ পোর্টালের সাথে আলাপকালে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হ্যাপি বলেছেন- আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে সবার এত আগ্রহ কেন? তাছাড়া আমি তো রাস্তায় পড়ে যাইনি বা পচে যাইনি যে, যে কেউ আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবে।
সংবাদমাধ্যমে চাঁদপুরের এক যুবক গাজী মাজহারুল ইসলাম শওকত সব ভুলে হ্যাপীকে বিয়ে করতে নিজের আগ্রহের কথা জানান।
এ সম্পর্কে ঐ যুবক সংবাদ মাধ্যমকে জানান, হ্যাপি-রুবেল সম্পর্ক হয়ত মানুষ জানার কারনে অনেকে হ্যাপিকে খারাপ ভাবে । কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত এই রকম হ্যাপি-রুবেলের মত অনেক ঘটনা ঘটে ।ওই ঘটনাগুলো হয়তো প্রকাশ না পাওয়ার কারনে খারাপ মানুষগুলো সবার কাছে ভালো বলে পরিচিত ।আমি চাই হ্যাপির পাশে দাড়াতে ।সব মানুষ গুলোর ভুল ধারনা ভেঙ্গে দিতে । হ্যাপিকে সবাই এক ঘরের মত করে রেখেছে । কেন সে এই অসাহায়ের মত থাকবে । সেও তো একজন মানুষ । তারও স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা আছে । কেন মানুষগুলো তাকে অবহেলা করবে। তাই আমি চাই অন্তত কেউ তার পাশে দাড়ায় আর না দাড়ায় আমি পাশে দাঁড়াবো । সে আমাকে যেভাবে গ্রহন করবে আমি সেই ভাবে থাকতে চাই । তার সাথে আমার যোগাযোগ করার কোন ব্যবস্থা না থাকায় আমি মিডিয়ার দ্বারস্থ হলাম । আমি আশা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন ।
যুবকের এমন প্রস্তাবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই যুবকের এমন প্রস্তাবকে সাধুবাদও জানায় ।
অবশেষে যুবকের এমন প্রস্তাবেই বেজায় চটেছেন হ্যাপি । হ্যাপী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা সত্য যে, অনেকেই আমাকে ঘৃণা করেন। কিন্তু তাদের বোঝা উচিত কতটা নিরুপায় হয়ে এসব বিষয় নিয়ে মামলা করতে বাধ্য হয়েছি। আমি তো সেইসব মেয়ের প্রতিনিধিত্ব করেছি যারা মুখ বুঝে ধনীর দুলালদের অনেক গঞ্জনা-লাঞ্ছনা সহ্য করে। সব শেষে এটাই বলতে চাই, হ্যাপি ছিল আছে এবং থাকবে।’