চলন্ত গাড়িতে ফের নারীকে গণধর্ষণ
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৩০,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: ফের এক নারীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের পর গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অভিযুক্তরা নারীকে ধর্ষণ করার পর গাড়ি থেকে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নারীর অবস্থা আশঙ্কাজনক। যদিও অভিযুক্তরা এখনও পলাতক।