চবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ গ্রুপ পূর্ণ প্যানেলে বিজয়ী
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৪০,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৫
চট্টগ্রাম:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে পুরো প্যানেলে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের হলুদ গ্রুপ।
হলুদ গ্রুপ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর ৪৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল বিভাগের অধ্যাপক ড. মো. শওকতুল মেহের পেয়েছেন ২৪৫ ভোট।
লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ৪৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাদা দলের রসায়ন বিভাগের অধ্যাপক ড মো. আবদুল মান্নান ২৭০ ভোট পেয়েছেন। হলুদ দলের যুগ্ম-সম্পাদক পদে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের মো. অহিদুল আলম ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাদা দলের নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া রেহেনা পেয়েছেন ২৭৬ ভোট।
হলুদ দলে কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন ৪৪০ ভোট পেয়ে। সাদা দলের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের সহযোগী অধাপক ড. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২৪৬ ভোট।
এদিকে সদস্য ৬টি পদের মধ্যে সব কয়টিতেই নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী শিক্ষকরা।
তারা হলেন, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহম্মেদ, প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রফেসর ড. সুপ্তীকণা মজুমদার, প্রফেসর মো. সাহিদুর রহমান, প্রফেসর সজীব কুমার ঘোষ ও প্রভাষক অরূপ বড়ুয়া।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন হলেও ভোট দিয়েছেন মোট ৭২৬ জন। এর মধ্যে শিক্ষা ছুটিতে আছেন ১০৬ জন ও ভোট দেননি ৩৪ জন।