চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৩২,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ড উইথ কেয়ার(সিএফসি) ও ভার্সিটি এক্সপ্রেস(ভিএক্স) এর মধ্যে এ ঘটনা ঘটে।