চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিস সপ্তাহ ধরে অচল
প্রকাশিত হয়েছে : ১২:৪২:১৫,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পিয়ন থেকে মোহরার পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম জেলার সকল নকল নবিস। অবৈধভাবে তিনজন পিয়নকে মোহরার পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে কর্মরিবতি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা সেবা প্রার্থীরা।
বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের সভাপতি (চট্টগ্রাম জেলা) মো. এরাদত উল্লাহ বাংলানিউজকে বলেন, এক্সট্রা মোহরার থেকে মোহরার পদে পদোন্নতির নিয়ম থাকলেও তা অমান্য করে তিনজন পিয়নকে গোপনে পদোন্নতি দেওয়া হয়েছে। তাই আমরা ২০০ বছরের পুরনো আইন অনুযায়ী মোহরার পদে পদোন্নতি দেওয়ার যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছি।
এই পদোন্নতির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ের আগেই বুধবার একজনকে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, রেজিস্ট্রেশন ম্যানুয়েলের ৩১০ এ (ক) ধারা অনুযায়ী এক্সট্রা মোহরার পদ থেকে মোহরার পদে পদোন্নতি পেতে পারে। কিন্তু মোটা অংকের টাকা নিয়ে তিনজন পিয়নকে মোহরার পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়েছে। এ আদেশ বাতিলের দাবি জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়েছেন।