চট্টগ্রামে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:০২:৩৭,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহকর্তার পক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও পুলিশ বলছে ময়নাতদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে ১১-১২ বছর বয়সী ওই গৃহকর্মীকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত এই শিশু গৃহকর্মীর নাম ডালিয়া আক্তার। সে সিডিএ আবাসিক এলাকার মিন্তি হাউজ নামে একটি ভবনে গৃহকর্মী হিসেবে কাজ করতো।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এ প্রতিবেদ্ককে বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমরা জেনেছি এক ঘরে ডালিয়া ও আরও একজন থাকতো। রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডালিয়ার মরদেহ পাওয়া যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে শনাক্ত করে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।সূত্র: জাগোনিউজ