চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:৫০:১৫,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১২টায় পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা চলকালীন সময়ে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চট্টগ্রামে প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮১ বিদ্যালয় থেকে এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম নগরী ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. পীযূষ দত্ত। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, শুক্রবার পরীক্ষা শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে ছিল বলে জানান তিনি। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে বোর্ডে এবার ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে বিজ্ঞানে ২০ হাজার ১৯২, মানবিকে ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় নগরীসহ পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১৪৯ জন। মহানগরে ২৪ হাজার ৮০, কক্সবাজার জেলায় ১১হাজার ৪১,রাঙামাটিতে ৬ হাজার ২৭,খাগড়াছড়িতে ৫ হাজার ৪৪৩ এবং বান্দরবানে ১ হাজার ৯৪৩জন।