চট্টগ্রামে মাদ্রাসাছাত্রকে গুলি করায় কনস্টেবল আটক
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:৪১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র মোহাব্বত সিদ্দিককে গুলি করা পুলিশ কনস্টেবল রোমান সিরাজীকে আটক করা হয়েছে।
হাটহাজারী থানার সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রকে গুলি করেন কনস্টেবল রোমান। এ ঘটনার দায়ে রাতেই তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, হাটহাজারী থানার সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে ওই পুলিশ কনস্টেবলের কথাকাটাকাটি হয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মাদ্রাসাছাত্র মোহাব্বত সিদ্দিকের পায়ে হঠাৎ গুলি করেন পুলিশ কনস্টেবল রোমান সিরাজী। মোহাব্বত সিদ্দিককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িযে পড়লে এলাকাবাসী ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা হাটহাজারী-নাজিরহাট এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। তারা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কনস্টেবল রোমান সিরাজীকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদ্রসার শিক্ষকদের মধ্যে বৈঠকে সমঝোতার পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এর পর রাত ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, কনস্টেবল রোমান সিরাজী মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্রকে চমেক থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তার চিকিৎসার সব ব্যয় পুলিশ বহন করবে।
এদিকে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মাদ্রাসার ইফতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাফর বাদী হয়ে মামলা করেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলছে বলেও জানান ওসি ইসমাইল।