চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১০
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৪৭,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর পাহাড়তলীর একে খান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, রেল গেইট ম্যানের গাফলতির কারনে এই দূর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি, আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে। এ বিষয়ে আকবরশাহ থানার অফিসার ইন্চাজ বলেন,আমরা তাৎখনিক খবর পেয়ে আমরা স্পটে ছুটে আছি উদ্ধারের তৎপরতা চলছে।