চট্টগ্রামের সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৪৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার পাঠানী পুল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মহাসড়ক পুলিশের দোহাজারি ফাঁড়ির পরির্দশক একেএম কাউছার চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।”
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান কাউছার।