চঞ্চল মেয়ের প্রেমের গল্প
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:১৫,অপরাহ্ন ২২ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: লাভ স্টেশন ছবি দিয়ে বাপ্পির বিপরীতে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করে মিষ্টি ভালই সাড়া ফেলেন। এবার মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি-চিনিবিবি। নজরুল ইসলাম বাবু পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে ২৪ এপ্রিল। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা, আবদুল্লাহ সাকি, ওয়াদুদ রঙ্গিলা, ববিসহ দেড় শতাধিক শিল্পী।
পরিচালক জানান, ছবিটির সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে জাজ মাল্টিমিডয়া। তাদের তত্ত্বাবধােনই ছবিটি সারাদেশব্যাপী মুক্তি পাবে।
গ্রামের এক চঞ্চল, উৎফুল্ল, তরুণীর গল্প নিয়ে গড়ে ওঠেছে চিনিবিবির গল্প। গ্রামের সহজ-সরল প্রেমের গল্পে দর্শক ভিন্নতা পাবে বলে মনে করেন পরিচালক। তিনি বলেন, ’এটি মূলত গ্রামের এক চঞ্চল মেয়ের প্রেমের গল্প। যে ভালোবাসে গ্রামের এক ছেলেকে। কিন্তু একই গ্রামের এক দুষ্ট প্রকৃতির লোকের নজর পড়ে মিষ্টির দিকে। এমনই গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেচি। আশা করি দর্শক ভালোভাবে ছবিটি নিয়ে।
মিষ্টি জান্নাত বলেন, ’আমাকে নিয়েই গড়ে ওঠেছে ছবিটির গল্প। ছবিতে দুরন্তপণায় উস্তাদ এক মেয়ে। সবার চোখ ফাকি দিয়ে প্রেম করি গ্রামেরই এক ছেলের সঙ্গে। যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। ‘
এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মনির খান, কনকচাঁপা, রাজীব, বেবি নাজনীন, আগুন, মমতাজ, ইতি, রিয়াদ ও ওয়াদুদ রঙ্গিলা।