‘চকলেট’ নিয়ে হাজারি লেইনে মারামারি
প্রকাশিত হয়েছে : ১২:১০:৫১,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
চকলেট কেনাকে কেন্দ্র করে নগরীর কোতয়ালি থানার হাজারি লেইনে স্থানীয় বাসিন্দাদের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে শুরু হওয়া এ ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় আধাঘণ্টা ধরে চলে।
কোতয়ালি থানার ওসি মো.জসীম উদ্দিন বলেন, হাজারি লেইনে মসজিদের পাশে একটি দোকান থেকে চকলেট কেনা নিয়ে দু’পক্ষে মারামারি হয়েছে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মারামারিতে কেউ আহত হয়নি। স্থানীয় বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাফর আহমেদ জানান, মসজিদের পাশে স্টেশনারি দোকানে চকলেট কিনতে গিয়েছিলেন জয়ন্ত বণিক নামের এক স্বর্ণকার। দোকানদার এক’শ টাকা দাম বললে তিনি ৭০ টাকা বলেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আতংকে হাজারি লেইনের অধিকাংশ পাইকারি ওষুধ ও স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়। রাস্তা দিয়ে লোকজনের চলাচলও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেশিয় অস্ত্র বহনকারীরা পালিয়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসে। প্রত্যক্ষর্শী দোকানদার ও পুলিশ সূত্র জানায়, মসজিদের পাশে দোকানটি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জনৈক আজগরের ভাগ্নের মালিকানাধীন। জয়ন্ত রায়ের এক ভাইও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। চকলেট কেনা নিয়ে কথা কাটাকাটির পর আজগরের ভাগ্নেকে চড় মারেন জয়ন্ত।
এ ঘটনায় ছড়িয়ে পড়ার পর আজগর ও তার অনুসারীরা উত্তেজিত হয়ে জয়ন্তকে মারতে যায়। খবর পেয়ে জয়ন্তের ভাইয়ের অনুসারীরাও এসে সংঘাতে লিপ্ত হয় বলে জানান এস আই জাফর। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজারি লেইনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি।