নিউজ ডেস্ক:: ঘূর্ণিঝড় ফণী দেশের প্রায় ৫৩ হাজার একর জমির ফসল নষ্ট করেছে। সেই সঙ্গে পুরোপুরি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩ হাজার ঘরবাড়ি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিএম আব্দুল কাদের এই তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কেন্দ্র বলেছে, ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩৩০ একর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ হাজার ৭২৯ একর জমির ফসল। ২ হাজার ২৪৩টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১ হাজার ১৭২টি বাড়ি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে, দুর্যোগের পুরো চিত্র পাওয়ার পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা যাবে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কেন্দ্রের তথ্য বলছে, ঘূর্ণিঝড়ের কারণে যে জলোচ্ছ্বাস হয়েছে তাতে প্রায় ৩২ কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে এরই মধ্যে সরকারিভাবে ৩,৮০০ মেট্রিকটন চাল, ৪১,০০০ প্যাকেট শুকনো খাবার ও ১ কোটি ৯৭ লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে।