ঘুম থেকে ডেকে কৃষককে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ৬:৫০:২১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মাগুরার মহম্মদপুরের বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে কৃষক আলফু সর্দারকে (৬৩) ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম সর্দার জানান, বাবা আলফু সর্দার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরে অজ্ঞাত কিছু লোক ঘুম থেকে তাকে ডেকে তোলেন।
ঘরের বাইরে আসলে বাবার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার ধারণা করছে।
বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজান জানান, এ ঘটনায় তদন্ত চলছে আশা করি খুনিদের ধরতে পারবো।