নিউজ ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগকে আগাছামুক্ত করতে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরী করা হচ্ছে। কিন্তু সিলেটের ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগের অনুপ্রবেশকারী নয়। ইনাম আহমদ চৌধুরীর ভাই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাই তিনি আওয়ামী পরিবারের সন্তান। ইনাম চৌধুরীকে লক্ষ্য করে মিসবাহ সিরাজ বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে।
তিনি আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাম আহমদ চৌধুরী।