গ্যাসের লাইন বিষ্ফোরিত হয়ে শাবির বঙ্গবন্ধু হলে আগুন
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:২৬,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: গ্যাসের লাইন বিষ্ফোরিত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীরা জানান, রাতে হলের এ ব্লকে গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আবাসিক শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে হলের বাইরে অবস্থান করেন। এ ঘটনার সময় শাবিপ্রবির প্রশাসনের কেউ হলে আসেননি বলে শিক্ষার্থীরা ক্ষোভপ্রকাশ করেছেন। আগুন লাগার প্রায় আধাঘণ্টা পরে রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শিমুল মোহাম্মদ শফি জানান, ‘গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। গ্যাস লাইনের মেইন সুইচ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে।’
এ ব্যাপারে হলের প্রভোস্ট অধ্যাপক হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের লাইন লিক হয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’