গোয়েন্দা অনন্ত জলিল
প্রকাশিত হয়েছে : ১:৩০:২৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
বিনোনদ ডেস্ক :: গোয়েন্দা কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে অনন্ত জলিলের ষষ্ঠ সিনেমা ‘দ্যা স্পাই’ । এই ছবিটিতে তাকে দেখাযাবে নতুন রুপে, তিনি অভিনয় করবেন গুপ্তচর রুপে। এবং তিনি তার আরো একটি চলচিত্র ‘সৈনিক’ নির্মিত হবে জাতিসংঘ মিশনের বিরত্ব পূণ্য কাহিনি নিয়ে নির্মিত হবে বলে যানা গেছে। বিটিবির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে পারফর্ম করতে এসে অনন্ত জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনিকে নিয়ে তিনি একটি সিনেমা নির্মান করতে চান।
অনন্তর প্রতিষ্ঠার মনসুন ফিল্মস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দুটি সিনেমাতেই অনন্তর বিপরিতে থাকছেন তার স্ত্রী অভিনেত্রী।
অনন্ত জলিল অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ‘দ্য স্পাই’ চলচ্চিত্রে দেখা যাবে, অনন্ত দেশের জন্য নিবেদিতপ্রাণ এক গুপ্তচর। দেশকে আন্তর্জাতিক কুচক্রীদের হাত থেকে রক্ষার নানা অভিযানের নেতৃত্ব দেবেন অনন্ত।
এই চলচ্চিত্রেও দেশকে নিয়ে একটি ‘বিশেষ বার্তা’ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান অনন্ত। এরি মধ্যে দুটি চলচ্চিত্রের প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। তবে আগে শুরু হবে ‘দ্য স্পাই’ সিনেমার শুটিং।
২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা, প্রযোজক অনন্ত জলিল। তারপর অনন্ত -বর্ষা জুটির ‘হৃদয় ভাঙা ঢেউ’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম-২’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।