গোয়াইনঘাটে বিয়ে প্রত্যাখান করায় গৃহবধুকে কুপিয়ে জখম
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:৪১,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
গোয়াইনঘাট সংবাদদাতা::
সিলেটের গোয়াইনঘাটে বিয়ে প্রত্যাখান করায় গৃহবধুকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। গুরুতর আহত ওই গৃহবধুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে উপজেলার লামা সাতাইন গ্রামে এঘটনা ঘটে। মাদ্রাসা শিক্ষকের স্ত্রীকে আহত করার এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় মাদ্রাসার ছাত্ররা বিকেলে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান, ওসি (তদন্ত) রুহুল আমিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় গৃহবধূর উপর হামলাকারীকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্ররা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বছর দুয়েক আগে গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের লামাসাতাইন গ্রামের মাওলানা আব্দুল মালিকের মেয়ে সাকেরা বেগমকে বিয়ের প্রস্তাব দেয় প্রতিবেশি জালাল উদ্দিনের পুত্র কামাল উদ্দিন। সাকেরার পারিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটি প্রত্যাখান করা হয়। এরপর বিদেশে পাড়ি জমায় কামাল। পরে মাদ্রাসা শিক্ষক মাওলানা আইয়ুব আলী’র কাছে সাকেরাকে বিয়ে দেয় তার পরিবার। এরই মধ্যে সাকেরা একটি পুত্র সন্তানের জননীও হয়েছেন।
এদিকে, দুই বছর পর সম্প্রতি দেশে ফিরে কামাল জানতে পারে সাকেরার অন্যত্র বিয়ে হয়ে গেছে। এ সংবাদে সাকেরাকে দেখে নেয়ার ফন্ধি আঁটে কামাল। গত কয়েকদিন আগে সাকেরা বাপের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে পুকুরে গোসল করতে গেলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা কামাল সাকেরাকে এলোপাতারি দা দিয়ে কুপাতে থাকে। সাকেরার আর্তচিৎকারে তার বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে কামাল পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা বখাটে কামালের চাচা হেলালকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, সিলেটের এ এসপি নয়মুল হাসানসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত সাকেরার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।